সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫৯

রংপুরে ছাতা, ক্যাপ ও পানি বিতরণ করলো যুবলীগ

রংপুর ব্যুরো

প্রকাশিত: ১০ জুন ২০২৩  

রংপুরে তীব্র তাপদাহ ও বৃষ্টি থেকে রক্ষায় ফুটপাতে ছাউনিবিহীন ক্ষুদ্র দোকানি ও ভ্রাম্যমান ব্যবসায়ী, রিকশাচালকসহ পথচারীদের মাঝে ছাতা, ক্যাপ ও পানি বিতরণ করেছে জেলা যুবলীগ। যুবনেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনির উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়। শনিবার (১০ জুন) সকালে  আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকটে হোসনে আরা লুৎফা ডালিয়া বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
 
পরে রংপুর নগরীর সেন্ট্রাল রোড, পায়রা চত্বর, জাহাজ কোম্পানী মোড়, প্রেসক্লাব চত্বর, বেতপট্টি এলাকায় যুবলীগের নেতাকর্মীরা বিতরণ কার্যক্রমে অংশ নেন। এ সময় ২০০টি ছাতা, ২০০টি ক্যাম্প ও ৫০০ বোতল সুপেয় পানি ফুটপাতের ক্ষুদ্র দোকানি, ভ্রাম্যমান ফল ব্যবসায়ী, রিকশাচালক ও পথচারীদের মধ্যে বিতরণ করা হয়।

এই কার্যক্রম প্রসঙ্গে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবনেতা মেহেদী হাসান সিদ্দিকী রনি বলেন, রংপুরে স্মরণকালের তীব্র তাপদাহ শুরু হয়েছে। ছাতা ছাড়া মানুষ বাহিরে বের হতে পারছে না। বিশেষ করে রাস্তার পার্শ্বে ছাউনিবিহীন ক্ষুদ্র দোকান ও সাইকেল-ভ্যানে করে রাস্তায় ফল বিক্রি করে জীবিকা নির্বাহ করা মানুষেরা রোদে অত্যন্ত কষ্ট করছে। এমন অবস্থায় আমরা মানবিক যুবলীগ সেই সব মানুষের পাশে ছাতা, ক্যাপ ও সুপেয় পানি নিয়ে দাঁড়িয়েছি। উপকারভোগীরা ছাতা দিয়ে রোদ ও বৃষ্টি থেকে রক্ষা পাবে। তারা সুন্দরভাবে তাদের জীবিকা নির্বাহ করতে পারবে।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন রংপুর জেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সদস্যরা ছাড়াও আজিজুল ইসলাম মুরাদ, রাজিব হাসান সুমন, শামীম সর্দার, রাব্বির হাসান প্রমুখ।

এই বিভাগের আরো খবর